বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রেলের জমি ইজারা দুই বছরের মেয়াদে দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

রাজস্ব বাড়াতে রেলওয়ের মালিকানাধীন কৃষিজমি পাঁচ বছরের পরিবর্তে দুই বছর ও জলাভূমি তিন বছর মেয়াদে অস্থায়ী ইজারা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে রেলওয়ের শূন্য পদে যতদ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আবারও তাগিদ দেওয়া হয়েছে। সংসদ ভবনে গতকাল কমিটির ৪৩তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়, কমিটি ট্রেন দুর্ঘটনা রোধে রেল স্টেশনগুলোতে ভবিষ্যতে ফুটওভার ব্রিজ আরও উঁচু করে নির্মাণ করার জন্য সুপারিশ করে। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।                                                                 

সর্বশেষ খবর