Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১২ জুন, ২০১৯ ০১:৫৩

সংখ্যালঘুদের ওপর হামলায় গভীর উদ্বেগ গণফোরামের

নিজস্ব প্রতিবেদক

সংখ্যালঘুদের ওপর হামলায় গভীর উদ্বেগ গণফোরামের

দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুরের ঘটনার অভিযোগ এনে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বিভিন্ন স্থানে বাড়িঘর, দোকানপাট দখল, প্রতিমা ভাঙচুর, নারী নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় গভীর নিন্দা প্রকাশ করেন। দলের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত এ বিবৃতিতে এসব বিচারহীনতার অপসংস্কৃতির নিন্দনীয় ঘটনার ব্যাপারে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর