বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ ০০:০০ টা

আহত কণ্ঠশিল্পী অভির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার বংশালে দুর্বৃত্তদের হামলায় আহত কণ্ঠশিল্পী মোহাম্মদ উল্লাহ অভি নীরবের (২৭) মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। অভির বাবার নাম মোহাম্মদ ওলিউল্লাহ এবং মায়ের নাম কোহিনুর বেগম। অভি বংশালের আরমানিটোলার এসসিসি রোডের ৯৯/১০০ নম্বর বাড়িতে থাকতেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে অভি ছোট। এর আগে, ১৩ জুন সকাল ৮টার দিকে মকিম বাজার কবরস্থানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে অভির বন্ধু আঁখির কাজের মেয়ে পরিবারকে খবর দেন। পরে বংশাল থানা পুলিশের সহযোগিতায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল অভি মারা যান।

অভির দুই বোন তাসনুভা আক্তার পন্টি ও উম্মে কুলসুম জানান, ‘১৩ জুন সকালে বাসায় নাশতা করার সময় অভির ফোনে একটি কল আসে। সেই কলে কথা বলে অভি দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। পরে খবর পাই সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মকিম বাজার কবরস্থানে। অভি এসএসসি পাস করার পর আর পড়ালেখা করেনি। ছোটবেলা থেকেই অভির সংগীতের প্রতি আগ্রহ ছিল। এসএসসি পরীক্ষার পর সংগীতচর্চা করতে থাকে। বিভিন্ন অনুষ্ঠানে সে গান পরিবেশন ও একটি সংগীত সংগঠনের সঙ্গে কাজ করত।’ অভির ওপর কারা হামলা করল- এমন প্রশ্নে তারা জানান, ২৮ রমজান অভি আমাদের বলেছে ‘আমার কণ্ঠ আমার শত্রু বাড়িয়ে দিয়েছে। ওরা আমার ওপর একদিন হামলা করবে, ওরা আমাকে বাঁচতে দেবে না।’

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ‘ঘটনার দিন সন্ধ্যায় অভির পরিবার থানায় একটি মামলা করে। সেই মামলা এখন হত্যা মামলা হবে। বিস্তারিত ঘটনা উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে। আশা করছি শিগগিরই এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা যাবে।’

সর্বশেষ খবর