রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শাহ আমানত সেতুর টোল ফাস্টট্র্যাক প্রযুক্তিতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহ আমানত সেতুর টোল আদায়ে যুক্ত হচ্ছে ফাস্টট্র্যাক প্রযুক্তি। এতে প্রতিটি গাড়ির টোল আদায়ে সময় লাগবে দুই সেকেন্ড। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে এই  টোল পদ্ধতির উদ্বোধন করবেন। 

জানা গেছে, গাড়ির গ্লাসে থাকা  রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন বা আরএফআইডি ট্যাগের সঙ্গে টোল গেটের অ্যানটেনার সংকেতের মাধ্যমে টোল আদায় হবে। গাড়ি টোলপ্লাজা পার হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িওয়ালার রকেট অ্যাকাউন্ট থেকে টোলের টাকা সেতু কর্তৃপক্ষের হিসাবে চলে আসবে। রকেট অ্যাকাউন্টে টাকা না থাকলে জরিমানা গুনতে হবে। জরিমানা এড়াতে রকেট হিসাবে টোলের জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা রাখতে হবে। তবে এ পদ্ধতিতে শুধু গাড়ির ডিজিটাল নম্বর প্লেটধারী এবং নির্দিষ্ট একটি ফরম পূরণ ও রকেট মোবাইল অ্যাকাউন্ট খুলতে হবে।’

প্রসঙ্গত, ইতিপূর্বে মেঘনা সেতুতে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হয়েছিল। চট্টগ্রামে এই পদ্ধতি প্রথম এবং সারা দেশে দ্বিতীয়।

সর্বশেষ খবর