কিশোরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে রাষ্ট্রপতি আবদুল হামিদের ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সহসভাপতি আবু খালেদ পাঠানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক সুবীর বসাক, লেখক আবুল এহসান অপু, প্রেস ক্লাবের সহসভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন, আনিসুজ্জামান খোকন, সহসাধারণ সম্পাদক আবু তাহের, আনোয়ারুল ইসলাম ভূইয়া, নজরুল ইসলাম খায়রুল, ফাইজুল হক গোলাপ প্রমুখ। সভায় বক্তারা রাষ্ট্রপতি আবদুল হামিদের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সভা পরিচালনা করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়।