শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা
বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবি

বরিশালে সোনারাগাঁও টেক্সটাইল কর্মচারীদের আজ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঈদের আগেই এপ্রিল মাসের বকেয়া বেতন এবং বোনাস না পেলে আন্দোলনের হুমকি দিয়েছে বরিশালের সোনারাগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল সকাল ১১টায় নগরীর ফকিরবাড়ী রোডের জেলা বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই হুঁশিয়ারি দেন সোনারাগাঁও টেক্সটাইলের ঊর্ধ্বতন সময়রক্ষক ও শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতা ফরহাদ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের এপ্রিল মাসের বেতন এবং ঈদ বোনাস দেওয়া হয়নি। এ বিষয়ে শ্রম অধিদফতর, কলকারকানা পরিদর্শক, মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে কোনো কাজ হয়নি। উল্টো মালিক কর্তৃপক্ষ অনেক শ্রমিককে চাকুরীচ্যুত করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় শনিবার (আজ) সকাল ১০টায় নগরীর রূপাতলীতে টেক্সটাইলের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সোনারাগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারাসহ জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর