রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মওলানা ভাসানীর কথা শুনলে দেশ ব্রুনাই হতো

-ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা শুনলে দেশ আজ এই পর্যায়ে না থেকে আরও উন্নত হতো বলে মন্তব্য করেছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল সকাল ১১টায় মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কাজ করছেন, করতে চান কিন্তু কেন যেন তাকে আটকে দেওয়া হয়। যেমন গত পরশু তিনি অ্যান্টিবায়োটিকের বিপদের কথা বলেছেন। এটা অত্যন্ত সঠিক কথা। ফলে, ডাক্তাররা যে প্রেসক্রিপশন দেন, সেইগুলোর অডিট করতে হবে। আজব আজব ওষুধ দিচ্ছে কিনা সেটা দেখতে হবে। পরিবর্তন হলে এই দেশ, সুইজারল্যান্ড না হলেও ব্রুনাই হতো।

মুন্সীগঞ্জের মুজিবুর রহমানের সভাপতিত্বে ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, সাবেক ন্যাপ নেতা অধ্যাপক আবুল বাসার, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা ফরিদ উদ্দিন, ইউনুছ মৃধা, রফিকুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর