রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

ময়মনসিংহ নগরীতে দুটি সড়ক নির্মাণ শুরু

ময়মনসিংহ প্রতিনিধি

৪ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ নগরীর আকুয়া ও সানকিপাড়া এলাকায় দুটি সড়কের নির্মাণকাজ শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। ওই দুই এলাকায় মোট ১ হাজার ১৮০ মিটার সড়ক নির্মাণ হবে। গতকাল দুপুরে এই নির্মাণকাজের উদ্বোধন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু। উদ্বোধনকালে মেয়র টিটু মানসম্মত এবং টেকসই নির্মাণকাজ নিশ্চিত করতে ঠিকাদারদের নির্দেশ দেন। এ সময় তিনি জানান, ৯৭০ মিটার সড়কের সঙ্গে একটি ড্রেনও নির্মাণ হবে। পূর্বের সড়কটি ভেঙে নতুন করে এ সড়কটি নির্মাণ হচ্ছে।

এ সময় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোর্শেদ, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কায়ছার জাহাঙ্গীর আকন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাম্মী আখতার মিতু, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, সহকারী প্রকৌশলী আজহারুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর