সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

করোনাকালে দেশে শিশু পাচার বেড়ে চলেছে

অ্যাডভোকেট সালমা আলী

নিজস্ব প্রতিবেদক

করোনাকালে দেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম, দেশের অভ্যন্তরে ও বাইরে শিশু পাচার ও জোর করে শিশু পতিতাবৃত্তি আশঙ্কাজনকহারে বেড়ে চলেছে। শিশু পতিতাবৃত্তি রোধে পতিতালয়ে সরকারি কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন। এ অবস্থা থেকে উত্তরণ ও শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থাসমূহের মধ্যে সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বয় অত্যাবশ্যক।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী এসব কথা বলেন। শিশুশ্রম নিরসন দিবস উপলক্ষে গতকাল মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী, শিশুশ্রম নিরসনে জাতীয় খসড়া কর্মপরিকল্পনা কমিটির ফোকাল ও যুগ্ম মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর