মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অভিনেতা মাহমুদ সাজ্জাদের দাফন সম্পন্ন

সাংস্কৃতিক প্রতিবেদক

ময়মনসিংহের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ। সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল সকাল ১১টায় জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে নেওয়া হয় মাহমুদ সাজ্জাদের মরদেহ। সেখানে ঘণ্টাব্যাপী শ্রদ্ধাঞ্জলি পর্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, নাট্যজন আতাউর রহমান, রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য অসীম কুমার উকিলসহ শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। শ্রদ্ধা নিবেদন শেষে মাহমুদ সাজ্জাদের ছোট ভাইয়ের স্ত্রী ফাল্গুনী হামিদ বলেন, ‘ম. হামিদ, সাজ্জাদ ভাই ও আমার দেবর কে এম খালিদ এরা সম্পূর্ণ অসাম্প্রদায়িক চেতনার মানুষ। বর্তমান সময়ে যেখানে এই সাম্প্রদায়িকতার হানাহানি, সেখানে মাহমুদ সাজ্জাদ ভাইকে খুব দরকার ছিল।’ সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান জানান, শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে স্বজনরা গ্রামের বাড়ি ময়মনসিংহের উদ্দেশে রওনা দেয়। এরপর বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। করোনা ভাইরাসজনিত জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে মৃত্যুবরণ করেন মাহমুদ সাজ্জাদ। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় মাহমুদ সাজ্জাদ। তার মেজো ভাই ম. হামিদ বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও ছোট ভাই কে এম খালিদ সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছাত্রজীবনেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন মাহমুদ সাজ্জাদ। টিভি নাটকেও তিনি অভিনয় করেছেন।

তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। চলচ্চিত্রাভিনয়েও নিজেকে সম্পৃক্ত করেন তিনি। মাহমুদ সাজ্জাদের অভিনীত চলচ্চিত্রগুলো হলো- জহির রায়হানের ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’ ইত্যাদি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর