বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মোবাইল অ্যাপ ‘আস্থা’র মাধ্যমে লেনদেন চালু করেছে ব্র্যাক ব্যাংক

গ্রাহকদের দৈনন্দিন লেনদেন আরও স্বচ্ছন্দময় করতে  মোবাইল অ্যাপ ‘আস্থা’র মাধ্যমে কুইক রেসপন্স (কিউআর)-ভিত্তিক লেনদেন চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা মার্চেন্ট পয়েন্টগুলোতে থাকা ব্র্যাক ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের কিউআর স্ক্যান করে তাৎক্ষণিক লেনদেন করতে পারবেন। ভিসা কার্ড, মাস্টারকার্ড ডেবিট এবং ক্রেডিট কার্ডধারীরা মোবাইল অ্যাপ ‘আস্থা’ ব্যবহার করে মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমে  পেমেন্ট করতে পারেন। এই নতুন সেবা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম বলেন, ‘দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত এবং সুরক্ষিত করে  তালে কিউআর (ছজ) পেমেন্ট। কার্ড বহন করার প্রয়োজন না থাকায় এই পদ্ধতিটি অনেক সুবিধাজনক। ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেম গঠনে এটি বড় পদক্ষেপ। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর