বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে সাত বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল আসামির উপস্থিতিতে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে ওই আদালতের পেশকার শামীম আল মামুন জানান, রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। জামিনে থাকা ফুয়াদ রায় ঘোষণার আগে আদালতে হাজির হন। তিনি আরও জানান, ফুয়াদের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে। মামলাসূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৫ আগস্ট সকাল ৭টা ১৭ মিনিটে ফুয়াদ তার ফেসবুক পেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড নিয়ে কটূক্তি করেন। এ ছাড়া আদালতের রায়ে প্রমাণিত হত্যাকারী সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদন্ড কার্যকর হলেও ফুয়াদ ফেসবুকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করেন এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে একটি পোস্ট দেন। এ ছাড়া তিনি খুনিদের প্রতি সমর্থন জানান। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়। ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ফুয়াদ জামানকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি জামিন পান।
শিরোনাম
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
খুনি রশিদের জামাতার সাত বছরের কারাদন্ড
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর