মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব শুরু হচ্ছে আজ

সাংস্কৃতিক প্রতিবেদক

বিজয়ের মাস ডিসেম্বর। নয় মাসের রক্তস্নাত যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পরাধীনতার কবল থেকে মুক্ত হয় স্বদেশ। বিজয়ের এ আনন্দ উদ্‌যাপনে প্রতিবারের মতো এবারও বিজয় উৎসবের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ‘স্পর্ধায় তাড়াব ধেয়ে আসা যত কালো’ শিরোনামে আজ শুরু হচ্ছে বিজয় উৎসবের আয়োজন। বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। আলোচনায় অংশ নেবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেবেন সাধারণ সম্পাদক আহকাম? উল্লাহ। শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের গান, বিজয়ের আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যের সঙ্গে বেলুন ওড়ানো ইত্যাদি নানা আয়োজনে সাজানো থাকবে বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। এবারের উৎসবে অংশ নেবেন দেড় শতাধিক সংগঠনের প্রায় ৩ হাজার শিল্পী। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জোটের জ্যেষ্ঠ সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, সহসভাপতি ঝুনা চৌধুরী, মীর বরকত, মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ প্রমুখ। কেন্দ্রীয় শহীদ মিনার, ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চ, রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ, মিরপুর-৬ নম্বর সেকশনের মুকুল ফৌজ মাঠ, দনিয়া মাসুদ মঞ্চ, ভিক্টোরিয়া পার্ক, মতিঝিল টি অ্যান্ড টি কলোনি মাঠ, উত্তরা বঙ্গবন্ধু মুক্তমঞ্চ, পূর্বাচল জয় বাংলা স্কয়ার- মোট নয়টি মঞ্চে চলবে উৎসবের কার্যক্রম। প্রতিদিন বিকাল ৪টায় শুরু হবে উৎসবের কার্যক্রম। একক ও দলীয় সংগীত, নাটক, নৃত্য, একক ও দলীয় আবৃত্তি, শিশু সংগঠনের পরিবেশনা ও স্মৃতিচারণা থাকবে উৎসবের প্রতিদিনের অনুষ্ঠানমালায়।

এসব কর্মসূচি ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ১৫ ও ১৬ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, ১৭ ডিসেম্বর বেনাপোল ও যশোর, ২৩ ডিসেম্বর ঢাকার গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন পার্কে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করবে।

 

সর্বশেষ খবর