শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মার্কিন নিষেধাজ্ঞা থাকা রাশিয়ার জাহাজ নিয়ে বিব্রত বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার ‘স্পার্টা-৩’ জাহাজ নিয়ে বিব্রত বাংলাদেশ। রূপপুর পারমাণবিক প্রকল্পের পণ্য নিয়ে আসা জাহাজটিকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঝুঁকিতে ফেলে এমন কিছু রাশিয়া বা কোনো দেশের কাছেই আশা করে না বাংলাদেশ। উন্নয়ন সহযোগী হিসেবে রাশিয়াকেও যৌক্তিক উপায়ে পাশে চায় ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, ২৪ ডিসেম্বর রূপপুর প্রকল্পের পণ্য নিয়ে আসার কথা ছিল। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার ‘স্পার্টা-৩’ এর নাম পরিবর্তন করে ‘উরসা মেজর’ রাখা হয়। নাম পরিবর্তন করলেও জাহাজের আইএমও নম্বর একই থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের নজরে এলে ২০ ডিসেম্বর বাংলাদেশকে অবহিত করে দেশটি। পরে রাশিয়াকে তার জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি বাংলাদেশের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কর্মকর্তারা জানান, জাহাজটিতে নিষেধাজ্ঞা থাকায় সেটির বাংলাদেশে প্রবেশাধিকার দেওয়া মোটেই যুক্তিসঙ্গত ছিল না। জাহাজটি প্রবেশ করলে বাংলাদেশও ঝুঁকিতে ছিল। এতে করে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কে যেমন নতুন প্রভাব পড়বে, তেমনিভাবে উভয় দেশের উন্নয়ন সহযোগিতা বাধাগ্রস্ত হবে। বৈশি^ক চলমান পরিস্থিতিতে যথেষ্ট সতর্কতার সঙ্গেই বাংলাদেশ তার জনগণের কল্যাণে সিদ্ধান্ত নিচ্ছে।

এটাকে কোনো দেশ যদি তাদের পক্ষ অথবা বিপক্ষে ধরে নেয় সেটাও সুচিন্তিত এবং সঠিক হবে না।

সর্বশেষ খবর