পিরোজপুর সদরের খুমরিয়া কলেজ রোডের রফিকুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম জটিল কিডনি রোগে আক্রান্ত। উপযুক্ত চিকিৎসায় আরোগ্যলাভের সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসক। এ জন্য অনেক টাকার প্রয়োজন। যা তার পত্রিকার হকার স্বামীর পক্ষে জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। নিরুপায় হয়ে তিনি সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। যোগাযোগ : রফিকুল ইসলাম, আল আরাফা ইসলামী ব্যাংক, হিসাব নম্বর- ০৮৬১১২০১০২৪১৭। বিকাশ নম্বর- ০১৭২৪৫৯০৮২৮। বিজ্ঞপ্তি।