বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) অ্যাডহক কমিটির চেয়ারম্যান হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। এ ছাড়া ভাইস চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী।
গতকাল বিএবির সাধারণ সভায় ছয় মাসের এ অ্যাডহক কমিটি গঠন করা হয়। নির্বাচনের মাধ্যমে সংগঠনটির পরবর্তী কমিটি গঠন করা হবে। এ বিষয়ে বিএবির নতুন চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, অতীতে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিএবি বিতর্কিত হয়েছিল। এ ধরনের আর কোনো কর্মকান্ডে এখন থেকে জড়িত হতে চায় না বিএবি।
নতুন কমিটি মিলে সিদ্ধান্ত নেবে সংগঠনটির আগামী দিনের ভূমিকা কী হবে। ২০০৮ সাল থেকে টানা ১৭ বছর বিএবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এক্সিম ব্যাংকের সদ্য সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।