একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি সাংবাদিক আতাউস সামাদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্মৃতিসভার আয়োজন করা হয়েছে। এতে সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত থাকবেন। গতকাল জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও আতাউস সামাদ স্মৃতি পরিষদের আহ্বায়ক হাসান হাফিজ এ তথ্য জানান।
আতাউস সামাদ জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য ও পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। কর্মজীবনে তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, বাংলাদেশ সংবাদ সংস্থা, সংবাদ, আজাদ, পাকিস্তান অবজার্ভার, দি সান ও বাংলাদেশ টাইমসে কাজ করছেন। এ ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খন্ডকালীন শিক্ষকতা করেছেন।