নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকার ২ (ভ) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর অন্তর্ভুক্তিকে নতুন বাংলাদেশে গ্রাহকদের আরেক নতুন বিজয় বলে অভিহিত করেছেন গ্রাহক অধিকার নিয়ে সোচ্চার সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে আসছি। ইতোমধ্যে সংবিধানে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান এবং নাগরিকের তথ্য সুরক্ষা অন্তর্ভুক্তির জন্য সভা-সেমিনারের পাশাপাশি সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা দিয়েছি। আমাদের দাবির প্রতি অন্তর্বর্তী সরকার সদয় হয়েছে, যা নতুন বাংলাদেশ গ্রাহকদের নতুন আরেক বিজয় বলে আমরা মনে করি।
বিবৃতিতে তিনি বলেন, এজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তথ্য-প্রযুক্তি উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, এ অধিকার সংবিধানেও সংযুক্ত করা হবে। সবার জন্য সমঅধিকার অর্থাৎ সবার জন্য হোক ইন্টারনেট সেবা। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন করতে দ্রুতগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট যেন সবাই পায় সে অধিকার প্রতিষ্ঠা করা হোক।