বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, ভাটারা থানায় তার বিরুদ্ধে মামলা আছে। আমরা সেখানে তাকে হস্তান্তর করেছি। ভাটারা থানা সূত্র জানিয়েছে, জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তির দায়ের করা মামলার আসামি জেবুন্নেসা। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৯ এপ্রিল জেবুন্নেসার স্বামী শওকত হোসেন হিরণের মৃত্যুতে বরিশাল-৫ আসন শূন্য হলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেবুন্নেসা অংশ নিয়ে বিজয়ী হন। আওয়ামী লীগ সরকারের সময় দশম জাতীয় সংসদে জেবুন্নেসা এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। আর তার প্রয়াত স্বামী হিরণ ছিলেন বরিশাল মহনগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র।
এদিকে ডিএমপির আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, গতকাল ভোরে আদাবরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি বাসা থেকে আদাবর থানা আওয়ামী লীগের সভানেত্রী রোজী জয়িতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আদাবর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া রাজধানীর কয়েকটি থানায় তার বিরুদ্ধে হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।