‘জাতীয় নিরাপত্তা ও তরুণদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে নবগঠিত রাজনৈতিক দল ‘জনতার দল’। ২৪ মে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (হল-২) এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় অংশ নেবেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা ও এনজিও সদস্যরা। গতকাল রাজধানীর বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দলটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, সদস্যসচিব আজম খান প্রমুখ।
লিখিত বক্তব্য পাঠ করেন দলের মুখপাত্র মেজর (অব.) ডেল এইচ খান। তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে যে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ঝুঁকি সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আরও জোরালো করেছে। তরুণরা দেশের ভবিষ্যৎ এবং তাদের সচেতনতা ও প্রশিক্ষণ জাতীয় নিরাপত্তার মূল চাবিকাঠি। মৌলিক সামরিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি অর্জন করতে পারে, যা তাদের ব্যক্তিগত জীবন ও দেশের উন্নয়নে অবদান রাখবে।
এটি তরুণদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও জাতীয় দায়িত্ববোধ জাগ্রত করবে, যা দেশের প্রতিরক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।