আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করে জনগণের সরকার গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে সাত দফা জানিয়েছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল। গতকাল পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি তুলে ধরেন দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। লিখিত বক্তব্য পাঠ করেন মহাসচিব আহমেদুর রহমান। প্রেসিডিয়াম সদস্য শহিদুল ইসলাম ফরহাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতদফায় রয়েছে অনাকাঙ্ক্ষিত জাতীয় সংকট সমাধানে তিন বাহিনীর প্রধানের নেতৃত্বে উচ্চ কমিটি গঠন। করার আহ্বান জানাচ্ছি। দুর্নীতিবাজদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে বেকার সমস্যা সমাধানে নতুন শিল্প কারখানা স্থাপন। প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা। স্বাধীন নির্বাচন কমিশন গঠন। প্রবাসীদের মর্যাদা, ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ। কৃষকদের কল্যাণে কৃষিঋণ মওকুফ ও সুদবিহীন কৃষিঋণের ব্যবস্থা সর্বস্তরের শ্রমিক কল্যাণ ট্রাস্ট গঠন ও রেশনিং ব্যবস্থা চালু করা এবং পথশিশুদের মানবিক মর্যাদা রক্ষায় বাসস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করা।