অন্তর্বর্তী প্রশাসকের অধীনে পরীক্ষা নেওয়াসহ ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে এই স্মারকলিপি দেয় তারা। পাশাপাশি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে নিজ নিজ ক্যাম্পাসে এবং তা পরিচালনা করবে অন্তর্বর্তী প্রশাসন। পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা মূল্যায়নের দায়িত্বও নিতে হবে সাত কলেজের শিক্ষকদের।
এ ছাড়া অন্তর্বর্তী প্রশাসক কর্তৃক পরীক্ষা নিয়ন্ত্রণ, নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা গ্রহণের নিশ্চয়তা, সাত কলেজের শিক্ষকদের দিয়ে প্রশ্নপত্র প্রস্তুতি ও মূল্যায়ন, পরীক্ষার ফলাফল ৪০ কর্মদিবসের মধ্যে প্রকাশ, সিজিপিএ শর্ত বাতিলসহ সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর ব্যবস্থা, প্রশাসক নিয়োগের সঙ্গে সঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সব তথ্য ঢাবির কাছে হস্তান্তর এবং মানোন্নয়ন ফি কমানোর দাবি।