অবৈধ অভিবাসীদের জন্যে প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ সুবিধা প্রদানের কর্মসূচি বিস্তারিতভাবে প্রকাশের আগেই সংঘবদ্ধ একটি চক্র নিউইয়র্কসহ সারা আমেরিকায় গ্রীণকার্ড পাইয়ে দেয়ার মিথ্যা আশ্বাসে মোটা অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেসে ফরেন এফেয়ার্স কমিটির প্রভাবশালী সদস্য এবং নিউইয়র্ক হতে নির্বাচিত (ডেমক্র্যাট) কংগ্রেসওম্যান গ্রেস মেং।
গতকাল শুক্রবার দুপুরে কুইন্সে তার ডিস্ট্রিক্ট অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় গ্রেস মেংয়ের পাশে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়্যার এসোসিয়েশনের নিউইয়র্ক চ্যাপ্টারের চেয়ারপার্সন এটর্নী নীতা দত্ত।
সংবাদ সম্মেলনে কংগ্রেসওম্যান গ্রেস মেং জানান, রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে ১৪ জানুয়ারি একটি বিল পাশ করেছেন প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশ স্থগিতের জন্যে। একই ধরনের বিল যদি সিনেটেও পাশ হয় তবুও ভয়ের কিছু নেই। কারণ ওবামা ঐ বিলে ভেটো প্রদানের কথা ইতিমধ্যেই জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বসবাসরত সোয়া কোটি অভিবাসীর মধ্যে প্রায় ৫০ লাখকে বৈধতা প্রদানের জন্যে গত ২০ নভেম্বর প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী আদেশ জারি করেছেন। এ আদেশ অনুযায়ী ২০১০ সালের জানুয়ারির আগে এসেছেন এবং তাদের স্বামী/স্ত্রী যুক্তরাষ্ট্রের সিটিজেন অথবা গ্রীণকার্ডধারী হলেই কেবলমাত্র তারা ৩ বছরের জন্যে ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিট নিয়ে নিজ দেশে যাতায়াত করতে পারবেন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। ৩ বছর পর এই ওয়ার্ক পারমিটের নবায়ণ করা হবে কিনা সে ব্যাপারে কোন নিশ্চয়তা নেই। এ ক্যাটাগরিতে গ্রীণকার্ড পাবার কোনই বিধান নেই। নির্বাহী আদেশে আরেকটি ক্যাটাগরিতে ২০১০ সালের ১ জানুয়ারির আগে শৈশবকালে মা-বাবা-অভিভাবকের সাথে যুক্তরাষ্ট্রে আসার পর অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছেন-তারাও এখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্যাটাগরির আবেদনের বিস্তারিত প্রক্রিয়া এখনও প্রকাশ করা হয়নি।
এমনি অবস্থায় ওবামার এই নির্বাহী আদেশের সুবিধা খুব দ্রুত পাইয়ে দেয়ার অঙ্গিকারে সংঘবদ্ধ একটি চক্র মাঠে নেমেছে এবং তারা অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের কাছে মোটা অর্থ হাতিয়ে নিচ্ছে। তাই এই শ্রেণির মানুষের খপ্পরে পা না দিতে অভিবাসীদের আহ্বান জানিয়েছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং।
কংগ্রেসওম্যান বলেন, ওবামার এ আদেশের পরিপ্রেক্ষিতে প্রকৃত অর্থে কারা উপকৃত হবেন এবং কীভাবে আবেদন করতে হবে, সে ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্যে ফেব্রুয়ারি মাসে বেশ কটি টাউন হল মিটিং/ওয়ার্কশপ করবো।
বিনা ফিতে লোকজনকে সঠিক পরামর্শ প্রদানের জন্যে এটর্নী নীতা দত্ত কাজ করবেন বলেও গ্রেস মেং সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব