আবুধাবী চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে প্রবাসীদের যোগযোগের সুবিধার্থে দেশে কমিউনিটি সেন্টার স্থাপন ও পাশাপাশি প্রবাসে কর্মোপযোগী ট্রেনিং প্রদানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী রেজা। এছাড়া প্রবাসীদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের ব্যবস্থা গ্রহণ করে আর্থিক উন্নয়ন সুনিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘বার আউলিয়ার পুণ্যভুমি (মদিনাতুল আউলিয়া) চট্টগ্রাম ব্রিটিশবিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস, এ অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতির বিচিত্রতা, আঞ্চলিক ভাষার সমৃদ্ধ সাহিত্যভাণ্ডার, উদারতার পরিচিতিবাহী স্বতন্ত্র ঐতিহ্য ও প্রাকৃতিক দানের প্রাচুর্য্য চট্টগ্রামবাসীর গর্ব। সচেতন প্রবাসী হিসেবে চট্টগ্রামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে সে গর্ব অক্ষুন্ন রাখতে হবে। জাতির কাছে চট্টগ্রামের সম্মান অটুট রাখতে অগ্রগতি ও সহযোগিতার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।'
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের ঐতিহ্য ও সাংস্কৃতিকে প্রবাসে সকল প্রবাসীদের কাছে বিকশিত করা, দেশে-বিদেশে চট্টলা প্রবাসীদের উন্নয়নে বহুমূখী পদক্ষেপ গ্রহণসহ ঐক্য, শান্তি, সেবা, সংস্কৃতিকে মূলনীতি নির্ধারণ করে আবুধাবী চট্টগ্রাম সমিতির যাত্রা শুরু হয় ২০০৪ সালের ১ নভেম্বর। দেশের সুনাম রক্ষা ও প্রবাসীদের কল্যাণে তাই চট্টগ্রাম প্রবাসীদের ঐক্যের বিভাজন না করে মূল কমিটির সাথে অন্যরা যুক্ত হলে মর্যাদা অনুযায়ী সবাইকে যথাযথ সম্মান দেয়া হবে।’
উল্লেখ্য, চট্টগ্রামের রাউজান উপজেলার ইয়াছিন নগরের (গর্জনীয়া) হাজী মুহাম্মদ এজহারুল হকের সন্তান মুহাম্মদ আলী রেজা ২০০১ সালে আমিরাতে এসে নিজের ব্যবসার পাশাপাশি জড়িয়ে যান বিভিন্ন সংগঠনের সাথে।