হাদা মিয়া-মাদা মিয়া-সিলেটের এই দুই ঐতিহাসিক চরিত্র ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম শহীদ হিসেবে ইতিহাসের পাতায় বর্ণিত আছেন। এই ঐতিহাসিক দুই চরিত্র ভিত্তি ধরে ব্রিটেনের প্রফেশনাল থিয়েটার পূর্বনাটের প্রথম প্রযোজনা ‘সল্টি ওয়াটার অ্যান্ড আস’। উনিশ শতকের প্রথম দিকে সাগরের নোনা জলের সঙ্গে যুদ্ধ আর সখ্যাতায় ব্রিটিশ বাংলাদেশিদের বিলেতীপনার যে সূচনা হয়ে উঠেছিল সেই পথ কতটা অমসৃণ ছিল এবং অভিবাসন ইস্যু কিভাবে বর্তমান ব্রিটিশ রাজনীতির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে তা-ই এই নাটকটির মূল উপজীব্য বিষয়।
নাটকটির শুরুতেই দেখা যায় ব্রিটেনের বর্তমান প্রজম্মের এক মেয়ের আগমন যে কিনা নিজস্ব পরিচয়হীনতার দ্বন্দ্ব নিয়ে বেড়ে উঠছে। ঘটনাক্রমে মেয়েটির হাতে পড়ে একটি লাল ডায়েরি। এতে তার দাদি শিবানীর বয়ানে উঠে আসে সিলেট থেকে জাহাজী হয়ে বিলেতে আসা একজন সৈদউল্লাহর কাহিনী। নাটকটিতে সৈদউল্লাহ মূলত মেয়েটির দাদা। সৈদউল্লাহ ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম শহীদ হাদা মিয়ার নাতি। সৈদউল্লাহ উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত একটি চাকু নিয়ে দাদার হত্যাকারী লিন্ডসে সাহেবের ছেলেকে হত্যার উদ্দেশ্যে জাহাজের লস্কর হিসেবে লন্ডনে আসেন। এখানে উঠে আসে জাহাজে কয়লা ঠেলতে গিয়ে লস্ককদের কষ্টের উপাখ্যান। অসম্ভব পরিশ্রম করে কিভাবে জাহাজী শ্রমিকরা মৃত্যুর কোলে ঢলে পড়ে উঠে আসে তা। নাটকের এই পর্যায়ে সৈদউল্লাহর সঙ্গে পরিচয় ও পরে পরিণয় ঘটে জাহাজে ভ্রমণকারী ভারতীয় কন্যা শিবানীর সঙ্গে। আর এভাবেই নাটকটি গতিশীল হয়ে এগিয়ে যায় পরিণতির দিকে। চমত্কার আলোর ব্যবহার ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকটিতে যোগ করে আলাদা প্রাণ। নাটকটির এক পর্যায়ে সৈদউল্লাহর দেখা মিলে লিন্ডসে সাহেবের নাতির সঙ্গে। পারিবারিক শত্রুর মুখোমুখি হয়ে সৈদউল্লাহ উপলব্দি করেন যে প্রতিহিংসা কোনো সমাধান নয়।
ব্রিটেনের বর্তমান সময়ের রাজনীতি যে অভিবাসনবিরোধী হয়ে উঠছে নাটকটির মধ্য দিয়ে তারই প্রতিবাদ দেখতে পেয়েছেন রানা মেহের নামের একজন দর্শক।
নাটকটির পরিচালক ফিলিজ ওজকান জানান যে নাটকটির মাধ্যমে অভিবাসী ইস্যুকে যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে তার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। যে পরিশ্রম ও শোষণ-বঞ্চনার মাধ্যমে ব্রিটেনে অভিবাসীদের ইতিহাস রচিত হয়েছে তাই নাটকটিতে ধারণ করা হয়েছে বলে জানান নাট্যকার মুরাদ খান। \\
ইস্ট লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে পূর্বনাটের প্রযোজিত ‘সল্টি ওয়াটার অ্যান্ড আস’ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি দেখতে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক দর্শক।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ ২০১৫/শরীফ