ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে স্থাপিত হচ্ছে 'সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ' নামে একটি পূর্ণাঙ্গ গবেষণাকেন্দ্র। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে অধ্যয়ন ও গবেষণার জন্য এমন একটি গবেষণাকেন্দ্র স্থাপিত হতে যাচ্ছে।
বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে এটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। উদ্বোধন উপলক্ষে ঢাকা থেকে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যার ফজলে হাসান আবেদ।
সরকারি অর্থায়নে পরিচালিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয়ের একটি।
নতুন এ গবেষণা কেন্দ্রে গার্মেন্টস খাত, আর্সেনিক সমস্যা, জলবায়ু-সংকটসহ বাংলাদেশের সামনে প্রধান চ্যালেঞ্জসমূহ নিয়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ থাকবে। কেন্দ্রটি ইতোমধ্যে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ উইমেন্স ইউনিভার্সিটির সঙ্গে অনুরূপ একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এসব চুক্তির ফলে কেন্দ্রের সঙ্গে ছাত্রছাত্রী বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
বার্কলেতে আগে থেকেই দক্ষিণ এশিয়া বিষয়ক একটি ইনস্টিটিউট আছে, যার অধীনে বাংলাদেশ প্রশ্নটি বিবেচিত হতো। এখন শুধু বাংলাদেশ বিষয়ক একটি ভিন্ন কেন্দ্র স্থাপিত হওয়ায় বাংলাদেশ প্রশ্নে বিভিন্ন গবেষণার নানা দিগন্ত উন্মোচিত হবে। ১৯১৩ সাল থেকে কেন্দ্রটি চালু হলেও আজ থেকেই তা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ ২০১৫/ এস আহমেদ