১৮ জুন তারিখটা যেন বাংলাদেশের জন্যই বরাদ্ধ ছিলো! ঢাকায় যখন মুস্তাফিজ নামের এক বিস্ময়ের ৫ উইকেট নিয়ে ভারত বধের উদযাপনে মাতোয়ারা তখন ৯ হাজার কিলোমিটার দূরের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারস'তে চলছে বাংলাদেশ নিয়ে মাতামাতি! বিশ্বের অন্যতম বড় পর্যটন বিষয়ক চলচ্চিত্র উৎসব ফিল্ম আর্ট এন্ড ট্যুারিজম সংক্ষেপে ফিল্মএট মাতোয়ারা করে বাংলাদেশ হাতে তুলে নিয়েছে সর্বোচ্চ ৫টি পুরস্কার। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অর্থায়নে নির্মিত বিউটিফুল বাংলাদেশ- স্কুল অফ লাইফ এবং বিউটিফুল বাংলাদেশ -ল্যান্ড অফ রিভার ৪টি এবং নিউইয়র্ক ভিত্তিক বাংলা টেলিভিশন টিবিএনটুয়েন্টিফোরকে দেয়া হয়েছে পর্যটন শিল্পে বিশেষ অবদানের জন্য সম্মাননা।
এ বছর বাংলাদেশের নদী নিয়ে বানানো থ্যাতিমান নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নির্মিত বিউটিফুল বাংলাদেশ-ল্যান্ড অফ রিভার সেরা টেলিভিশন বিজ্ঞাপন চিত্র হিসাবে ২টি এবং সেরা মিউজিকের জন্য ১টি পুরস্কার লাভ করে। বাংলাদেশ ট্যুারিজম বোর্ডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পোল্যান্ডের বাংলাদেশী দূত ইঞ্জিনিয়ার মোহম্মাদ ওমর ফারুক। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পৃথিবীকে এখনই জানান দেয়ার সময় বাংলাদেশ পর্যটনের জন্য তৈরি। ইউরোপের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ বাংলাদেশে ভ্রমণ করার বিষয়ে, নতুন করে জানার জন্য।
ব্রিটিশ বাংলাদেশী নির্মাতা মইনুল হোসেন মুকুল নির্মিত ১০ মিনিটের তথ্যচিত্র বিউটিফুল বাংলাদেশ-স্কুল অফ লাইফ ২০১২ সালে সেরা পুরস্কার পাওয়ায় এ বছর নির্মাতা হিসাবে তার কাছে পুরস্কার ও সার্টিফিকেট হস্তান্তর করা হয়। এছাড়া নিউইয়র্কভিত্তিক বাংলা টেলিভিশন টিবিএনটুয়েন্টিফোরের ডিরেক্টর অব ইউরোপ হিসাবে পুরস্কারও গ্রহণ করেন তিনি।
মইনুল হোসেন মুকুল তার প্রতিক্রিয়ায় বলেন, সকল কৃতিত্ব বাংলাদেশ ট্যুারিজম বোর্ড এবং এই ছবির নেপথ্যের কারিগর ক্যামেরাম্যান, ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনারসহ বাকি যারা ছিলেন তাদের সবাই। তবে পর্যটন নিয়ে ছবি বানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে এই ছবিগুলো মূলধারার মিডিয়াতে কিভাবে নিয়ে আসা যায় সেটাও দেখতে হবে।
বাংলাদেশের দুজনের হাতেই পুরস্কার তুলে দেন ফ্যাস্ট্রিভালের বিচারক ২০০৮ সালে টম এন্ড ওল্ফ ছবির জন্য অস্কার পাওয়া প্রযোজক ঝুমুতসকি, ফিল্মএট ফেস্টিভালের আয়োজক কমিটির হেড অব ডিরেক্টর ইভা কুটুস, ইন্টারন্যাশনাল ট্যারিজম ফিল্ম ফেস্টিভাল কমিটির চেয়ারম্যান আলেকজান্দ্রা কেমেল। আয়োজক কমিটি তাদের বক্তৃতায় উল্লেখ করেন, বিউটিফুল বাংলাদেশ ২০১২ সালে পুরস্কার পাওয়ার পর পৃথিবীর বহু দেশ এটিকে অনুকরণ করছে। এখন একই টাইটেলে বিভিন্ন দেশ তাদের পর্যটনকে কেন্দ্র করে ছবি বানাচ্ছে।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৫/মাহবুব