কেন্দ্রীয় ডাটাবেজের সাথে টিপসই মিলিয়ে দেখার কম্প্যুটার সিস্টেমে বিভ্রাট সারতে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে ২৫ কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে।
৯ জুন থেকে এই বিভ্রাট দেখা দেয়ায় সারাবিশ্বে কন্স্যুলার অফিসসমূহে ভিসা প্রসেসিং প্রক্রিয়া বন্ধ রয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, দৈনিক গড়ে ৫০ হাজার ভিসার আবেদন প্রসেসিংয়ের কাজ করতো কম্প্যুটারের ঐ সিস্টেম। হঠাৎ করে সেটি অচল হয়ে পড়েছে। ভিসার জন্যে আবেদনকারীদের টিপসই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ডাটাবেজের সাথে মিলিয়ে দেখার কাজটি খুব দ্রুত সারতো ঐ সিস্টেম। অর্থাৎ ভিসা প্রার্থীরা যে চিহ্নিত সন্ত্রাসী নয়, কিংবা তারা গুরুতর কোন অপরাধী অথবা ভিসা লংঘনকারি নন-তা যাচাই করা হতো বায়ো মেট্রিক সিস্টেমে। ঐ সিস্টেম চালু না হওয়া পর্যন্ত ভিসা ইস্যু সম্ভব নয়।
১৯ জুন প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, কম্প্যুটার সিস্টেম পুনরুদ্ধারের জন্যে অতিরিক্ত ১০০ জন বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে। তারা দিন-রাত চেষ্টা করছেন। কর্মকর্তারা আশা করছেন, সপ্তাহখানেকের মধ্যেই সবকিছু স্বাভাবিক হবে।
এদিকে, ইমিগ্র্যান্ট, নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং বন্ধ হওয়ায় বহুমুখী সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে কৃষি খামারে অনেক শস্যে পচন ধরেছে। সময়মত ফসল না তোলায় ক্যালিফোর্নিয়ার ক্ষেত-খামারে প্রতিদিনই বিপুল অর্থের শস্য নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, অনেকে তাদের স্বজনের দাফন-কাফনে অংশ নিতে পারছেন না। বিয়ের পূর্ব নির্ধারিত আয়োজন স্থবিরতায় আক্রান্ত হয়েছে। অনেকে ছুটছেন নিজ নিজ এলাকার নির্বাচিত প্রতিনিধি তথা সিনেটর-কংগ্রেসম্যানদের অফিসে। বিশেষ ব্যবস্থায় ভিসা ইস্যুও জন্যে স্টেট ডিপার্টমেন্টে তদ্বিরের আবেদন জানাচ্ছেন সিনেটর-কংগ্রেসম্যানদের।
কিন্তু প্রচলিত রীতি, বিশেষ করে ‘আবেদনকারী যে তালিকাভুক্ত সন্ত্রাসী নন’ এ প্রক্রিয়া অবলম্বন ব্যতিত ভিসা ইস্যুর দায়িত্ব কেউই নিতে চান না। এ অবস্থায় বিব্রত ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, টেক্সাস, মিশিগানের ২৫ কংগ্রেসম্যান সম্মিলিতভাবে একটি দরখাস্ত প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরী এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জেহ জনসনকে। এহেন অচলাবস্থার অবসানে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণের আহবান জানানে হয়েছে ঐ পত্রে।
ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান জেফ ডেনহামের অফিস থেকে এনআরবি নিউজ নিশ্চিত হয়েছে যে, ‘ইতিপূর্বে ভিসা নিয়ে যারা যুক্তরাষ্ট্রের ক্ষেত-খামারে কাজ করেছেন এবং ভিসার রীতি লংঘন করেননি, তাদেরকে যেন ভিসা প্রদানে কালক্ষেপন করা না হয়।
স্টেট ডিপার্টমেন্টের ফেসবুকে লেখা হয়েছে যে, হন্ডুরাস থেকে আত্মীয়-স্বজনেরা যুক্তরাষ্ট্রে এসে একজনের দাফন প্রক্রিয়ায় অংশ গ্রহণের কথা। লাশটি মোটা অংকে ভাড়া করা হিমঘরে রাখা হয়েছে। এ ব্যাপারটিকেও স্টেট ডিপার্টমেন্ট জরুরি হিসেবে বিবেচনা করে ভিসা ইস্যু করছে না।
আরিজোনা অঙ্গরাজ্যের টাকসনের লীন ওয়াটানাবের বিয়ের তারিখ সামনের সপ্তাহে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে তার প্রেমিক আসার কথা তাকে বিয়ে করতে। সকল আয়োজন সম্পন্ন। অতিথিগণকে আমন্ত্রণপত্রও প্রদানের প্রক্রিয়া সম্পন্ন। কিন্তু ভিসা ইস্যু করা হচ্ছে না। মিস লীন ইতিমধ্যেই আরিজোনার সিনেটর জন ম্যাককেইন এবং কংগ্রেসম্যান মাইক বিশপের সাথে যোগাযোগ করেছেন। সিনেটর এবং কংগ্রেসম্যান কথা বলেছেন স্টেট ডিপার্টমেন্টে। জবাব একই, ‘কম্প্যুটার কাজ না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, কম্প্যুটার ঠিকমত কাজ করলেই ৯ জুন থেকে প্রাপ্ত আবেদনগুলো প্রসেসিংয়ের তারিখ পুনরায় ধার্য করে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।