একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্যে রসদ সংগ্রহে বোস্টনে বসবাসরত প্রবাসী বাঙালিদের অবিস্মরণীয় ভূমিকার সম্মাননা প্রদানে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হলো। শনিবার সন্ধ্যায় বোস্টনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সায়েন্স সেন্টারে ‘প্রবাসী বাঙালির মুক্তিযুদ্ধ এবং ড. মাহবুবুল আলম’ বইয়ের আলোচনা অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
বইটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘মুক্তিযুদ্ধে বস্টন প্রবাসীদের ভূমিকা।’একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রবাসে থেকে নানা কর্মকাণ্ডের মাধ্যমে সহযোগিতা ও অংশগ্রহণের দালিলিক প্রমাণ ও তথ্য সমৃদ্ধ এই বইয়ের আলোচনা সভাটি সে সময় বোস্টন তথা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে বসবাসকারী এবং মুক্তিযুদ্ধে সহায়তাকারীদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন এবং প্রধান আলোচক ছিলেন বইয়ের সম্পাদক এবং ড. মাহবুবুল আলমের স্ত্রী সালমা আলম।
পদার্থবিজ্ঞানী মাহবুবুল আলম প্রসঙ্গে রাষ্ট্রদূত মোমেন বলেন, ‘মাহবুবুল আলম তার মানবিক গুণাবলির কারণে বোস্টনে প্রবাসী বাঙালিদের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তার উদারতা ও মানবিকতার সঙ্গে যুক্ত ছিল দেশপ্রেম। দেশের প্রতি এই যে মায়া সেখানে ছিল না সামান্যতম খাঁদ। একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি নানাভাবে কাজ শুরু করেন এবং তার নেতৃত্বে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সহায়তা করেন। একাত্তরের উত্তাল দিনগুলোতে মাহবুবুল আলম বস্টনে সভা-সমিতির আয়োজন করেন, বিভিন্ন উপায়ে অর্থ ও সমরাস্ত্র সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের কাছে প্রেরণ করেন। বোস্টনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের বাংলাদেশের পক্ষে সোচ্চার করতেও তার অফুরন্ত প্রয়াস ছিল।’
রাষ্ট্রদূত মোমেন উল্লেখ করেন, ‘এছাড়াও তদানিন্তন মার্কিন সিনেটর এডোয়ার্ড কেনেডিসহ নির্বাচিত জনপ্রতিধিদের সঙ্গে যোগাযোগ, গণমাধ্যমের কাছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও গণহত্যার ভয়াবহতা তুলে ধরা, প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং মুক্তিবাহিনীর জন্য কমিউনিকেশন সামগ্রী প্রেরণেও তিনি অনন্য ভূমিকা রাখেন।’
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. কাজী আজিজুল হক, ড. মুনিরুল ইসলাম, ড. রেজাউর রহমান, ড. বামন দাশ বসু, ড. মনজুর আহমেদ, কম্যুনিটি লিডার ইকবাল ইউসুফ, আবু কামাল আজাদ, নাহিদ সিতারা, দুলাল তালুকদার, আবদুল সিনহা সান্টু, মুনীর সাজি, শাপুর আলম, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ জানে আলম, রোকেয়া মাহমুদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৯ আগস্ট, ২০১৫/ রশিদা