ঢাকা শিক্ষা বোর্ড কারিক্যুলামে ও বাংলাদেশি ব্যবস্থাপনায় পরিচালিত সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ২০১৭ শিক্ষা-বর্ষের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বছরের প্রথম দিন রবিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এই বই উৎসব ২০১৭।
জেদ্দা স্কুল প্রাঙ্গনে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মার্শেল কবির পান্নু, ভাইস-চেয়ারম্যান খন্দকার আবুল কালাম আজাদ, সদস্য গোলাম মোরশেদ আলম, আবু বকর কৌরাইশি, মো. বদুরুজ্জামান, মো. আব্দুল মান্নান, ড. আবু আফফান।
এদিন মূলত ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে এই বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে খুশির জোয়ারে ভাসতে দেখা যায় ছাত্রছাত্রীদের।
একই সঙ্গে রিয়াদ বাংলাদেশ স্কুলেও অনুরূপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিবাবকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৬/মাহবুব