কাতারে ফেনী সদর উপজেলা বিএনপি সভাপতি এবং জেলা যুবদল ও ছাএদলের সাবেক সভাপতি মরহুম এডভোকেট সৈয়স মিজানুর রহমান মিজান এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার। শুক্রবার ১১ জানুয়ারি সবজি মার্কেটে মিষ্টি মেলায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোকারম আলী চৌধুরির সভাপতিত্বে ও ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, কাতারস্থ ধানসিড়ি বিএনপির আহ্বায়ক মোঃশহিদুল হক।
এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি আবু ছায়েদ, সদস্য সচিব শরিফুল হক সাজু, মকবুল হোসেন প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তিতাই মরহুমের স্মৃতিচারণ করেন, মোঃ সেলিম মিয়া, কামাল উদ্দীন মেম্বার, আইনুর করিম বাবুসহ অনেকে।
পরে মরহুমের আত্মার মাগফিরাত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ