থাইল্যান্ডে ব্যক্তিগত সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মাওলা হাজারী।
সফরসঙ্গীরা দ্রুত ব্যাংককের বুমব্রুংগ্রাড আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করেন তাকে। এখন স্থানীয় বিশেষজ্ঞ ডাক্তারদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার সুস্থতায় দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার এবং ওমান সাংবাদিক ফোরামের সভাপতি এইচ এম হুমায়ুন কবির।
উল্লেখ্য, গোলাম মাওলা হাজারী কুমিল্লার চৌদ্দগ্রামের সন্তান। গোলাম মাওলা হাজারী অনুসন্ধানী সাংবাদিক হিসেবে মধ্যপ্রাচ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। সম্প্রতি তিনি পিএইচডি গবেষণার জন্য ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৮/আরাফাত