শ্রমবাজার ও শ্রমিকদের নানা প্রতিকূলতা আর বিপর্যের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য আয়োজনে বাহরাইনে পালিত হলো আন্তর্জাতিক মে দিবস (শ্রমিক দিবস)। হতাশাগ্রস্ত শ্রমিকদের একটু আনন্দ আর উৎসাহ দিতে বুধবার বাহরাইনে পরিবর্তনের (দ্য চেঞ্জ ) উদ্যোগে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও সমাজের সহযোগিতায় স্থানীয় সালমাবাদ গালফ এয়ার ক্লাবে প্রথমবারের মত শ্রমিক দিবসের আয়োজন করা হয়।
দিবসটিকে ঘিরে মেলা প্রাঙ্গণে নিজ নিজ অঞ্চলেরঐতিহ্য ও সংস্কৃতির চিত্র নিয়ে গড়ে উঠে বিভাগ ও জেলা পরিষদের স্টল। এছাড়া ছিল বিভিন্ন অভিজ্ঞতা ও ব্যবসাসহ প্রায় ২৫ টি স্টল। এসব স্টলে নিজের অঞ্চল ও দক্ষতাকে ভালোভাবে উপস্থাপনের প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়েন তারা।
স্থানীয় সময় সকাল ৯ টা থেকে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। বিভিন্ন এলাকা থেকে আস্তে আস্তে নিজেদের উপস্থিতি জানান দেন বাহরাইন প্রবাসী শ্রমজীবী বাংলাদেশিরা। বেলা বাড়ার সাথে সাথে ভিড় জমে শ্রমিকদের। পরিণত হয় এক শ্রমিক মেলায়। পরে রূপান্তরিত হয় বাংলাদেশিদের মিলন মেলায়।
অন্যান্য আয়োজনের মধ্যে ছিল লিন্নাস মেডিকেল সেন্টারের বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ, বাংলাদেশের নানা তথ্য, উন্নয়ন ও বিশেষ অর্জন সংবলিত চেয়ারম্যান মোরশেদুল ইসলামের নেতৃত্বে ইয়ূথ এন্টারপ্রেনার এণ্ড সোশ্যাল সোসাইটি (ইয়েস) সংগঠনের তৈরিকৃত প্রজেক্টের শো, ফটবল টুর্নামেন্ট, বাউল, জারি, সারিসহ দেশীয় গান ও সেরাদের মাঝে পুরষ্কার বিতরণ।
মেলার আকর্ষণের কেন্দ্র বিন্দু ছিল ফুটবল খেলা। শ্রমিক দিবসের এমন আয়োজনে সন্তুষ্ট প্রকাশ করেন বাহরাইন সরকার। স্থান পায় আন্তর্জাতিক তথ্যাঙ্গনে। এতে মিডিয়া পার্টনার ছিলে আরটিভি।
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশিদের এ আয়োজনে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাহরাইনের শ্রম বিষয়ক সহকারী সচিব আহাম্মদ আল হাইকি, সম্মানিত অতিথি ছিলেন বাহরাইনের অভিবাসনের জন সম্পর্ক বিষয়ক প্রধান এবং মিডিয়া উইং (হেড অব ইমিগ্রেশন, পাবলিক রিলেশন এণ্ড মিডিয়া উইং) রানা আইয়ূব হাসান, বিশেষ অতিথি ছিলেন আলআহলি ইউনাইটেড ব্যাংকের প্রধান নির্বাহী ও বাংলাদেশ স্কুলের বোর্ড অব ডিরেক্টর চেয়ারম্যান সাফকাত আনোয়ার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার, বাংলাদেশ সমাজের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবরসহ সকল ব্যবসায়ী ও কমিউনিটির সকল নের্তৃবৃন্দ।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ছিলেন পরিবর্তনের ( দ্য চেঞ্জ) চেয়ারম্যান মিসবাহ আহম্মদ। প্রধান অতিথি মেলা পরিদর্শন করে বিভাগ ও জেলা পরিষদের কালচার দেখে সন্তুষ্ট হন এবং সে সব পরিষদ গুলোকে পর্যাক্রমে বাহরাইন সরকারের নিবন্ধনের আশ্বাস প্রধান করেন। রাষ্ট্রদূত সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়ে নানা দিক নির্দেশনা প্রধান করেন। দিনের সকল আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন হলেও পুরস্কার বিতরণের জন্য পরবর্তী দিন ধার্য করা হবে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন