কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য অভিবাসন নিয়ে যারা আসছে তাদের জন্য স্বল্প মেয়াদি ডিপ্লোমা কোর্স করাচ্ছে ক্যালগেরির এবিএম কলেজ।
কলেজটিতে বাংলাদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন কোর্সর মাধ্যমে নতুন অভিবাসীদের জন্য কানাডার চাকরির বাজারে প্রবেশের পথ সহজ হচ্ছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কানাডার ক্যালগেরির প্রাণকেন্দ্র গড়ে উঠা প্রাইভেট ভোকেশনাল এবিএম কলেজের বেশিরভাগ শিক্ষার্থীই নতুন অভিবাসী। গ্র্যাজুয়েশন শেষ করে দ্রুত চাকরি পাওয়া নিশ্চিত করতে কলেজটির রয়েছে চাকরিদাতাদের সঙ্গে অভিবাসী শিক্ষার্থীদের যোগসূত্র তৈরি করে দেয়ার বিশেষ উদ্যোগ।
এছাড়াও সংক্ষিপ্ত ডিপ্লোমা কোর্স করে বেছে নেওয়া যায় পছন্দ অনুযায়ী চাকরি। রয়েছে বছরের যেকোন সময়ে কলেজটিতে ভর্তি হওয়ার সুযোগ।
দূর প্রবাসে ক্যালগেরির এই শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশদ্ভূত ড. বাতেন শিক্ষার এই কার্যক্রমকে এগিয়ে নিতে রাতদিন পরিশ্রম করে চলেছেন। অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে পরিচালিত কলেজটি ইতোমধ্যে শিক্ষাক্ষেত্রে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এরই মধ্যে প্রায় তিন হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী এখান থেকে গ্রাজুয়েশন শেষ করে কাজ করছে বিভিন্ন সংস্থায়। এ বছর বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য ৫টি স্কলারশিপের ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজটির প্রেসিডেন্ট ড. বাতেন জানালেন, কানাডায় এসে গুণগত শিক্ষা অর্জনের পাশাপাশি প্রয়োজন চাকরির বাজারে টিকে থাকার যোগ্যতা অর্জন। এরই ফলশ্রুতিতে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে নতুন আসা অভিবাসীরা- এমনটাই তিনি মনে করেন।
উল্লেখ্য,গত ২ মে কলেজটি নতুন ঠিকানায় গ্রান্ড ওপেনিং করা হয়।
বিডি প্রতিদিন/কালাম