বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে সারাবিশ্বের সিনিয়র এক্সিকিউটিভদের জন্যে ‘এক্সিকিউটিভ এডুকেশন’ শীর্ষক সপ্তাহব্যাপি এক কোর্সে বাংলাদেশের ৩ সচিবও বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছেন।
হার্ভার্ডে কেনেডি স্কুলে ১০ মে পর্যন্ত এ কোর্সে ২৮ দেশের ৭৮ জন উচ্চ পদস্থ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ এবং পল্লী উন্নয়ন সচিব কামালউদ্দিন তালুকদার এ কোর্সে অংশ নেন।
তাদের বিষয় ছিল ‘লিডিং ইকনোমিক গ্রোথ’। আন্তর্জাতিক অর্থনীতি ও উন্নয়নে হার্ভার্ডের খ্যাতনামা শিক্ষকরা এ কোর্স পরিচালনা করেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গও উঠে এসেছিল এ কোর্সে। '
নানা সমস্যা সংকট সত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে’-এ মতামতের প্রতিফলন ঘটে হার্ভার্ডের এই কোর্সে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্যে সব দেশেই গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিরবিচ্ছিন্নভাবে চলতে দেয়া উচিত। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা না থাকলেই উন্নয়নের প্রত্যাশা অধিকাংশ সময় পূরণ হয় বলে মন্তব্য করা হয় এ সময়। এমনকি, গত ১০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে স্থিতি থাকার প্রসঙ্গটিও স্থান পায়।
এমন একটি কোর্সে অংশগ্রহনের ওপর আলোকপাতকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদ হোসেন এনআরবি নিউজের এ সংবাদদাতাকে বলেন, বাংলাদেশ এগুচ্ছে। সেই গতি আরো ত্বরান্বিত করতে কি কি প্রক্রিয়া অবলম্বন করা উচিত, তেমন একটি স্পষ্ট ধারণা পেয়েছি। আমদানি-রফতানীতেও দিক-নির্দেশনার আভাস রয়েছে। মানবিক উন্নয়নে আমাদেরকে আরো কি পন্থা অবলম্বন করা জরুরী-তেমন দিক-নির্দেশনাও রয়েছে। মোটকথা, এমন একটি কোর্সের গুরুত্ব অপরিসীম।
সচিব সাজ্জাদ উল্লেখ করেন, বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের কথা উঠেছে এই কোর্সে এবং এর মধ্যদিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে আরো বেগবান হবে বলেও আশা পোষণ করা হয়েছে। গ্লোবাল আঙ্গিকে এসব গবেষণামূলক আলোচনা প্রকারান্তরে উন্নয়নে সিনিয়র কর্মকর্তাগণের সক্ষমতা বৃদ্ধির দিকনির্দেশনা দেয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন