"পণ্য বিপণন ও সেবার মাধ্যমে মানবতার কল্যাণ" স্লোগানে গত রবিবার চালু হয়েছে " ড্রিম লাইটার শপ ডট কম" (https://www.dreamlightershop.com/) নামক নতুন একটি ই-কমার্স ভিত্তিক পণ্য সেবা প্রতিষ্ঠান।
এসময় এর প্রেসিডেন্ট ও সিইও ডি এম সবুজ জানান, প্রায় ৫০,০০০ পণ্য নিয়ে আমেরিকা, কানাডা, লন্ডন ও অস্ট্রেলিয়া অঞ্চলে আনুষ্ঠানিক ভাবে আমাদের যাত্রা শুরু হলো। শীঘ্রই দেশ ভিত্তিক চাহিদা অনুযায়ী আলাদা আলাদা ই-কমার্স ওয়েবসাইট চালু করা হবে।
ক্রেতার কোয়ালিটি পণ্য, সঠিক মূল্য, নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নিজের মনোনীত দেশের সুনির্দিষ্ট প্রজেক্ট এর মাধ্যমে অসহায় মানুষের সেবা করার সুযোগ তৈরি করা দেওয়াই প্রতিষ্ঠানটির লক্ষ্য। ড্রিম লাইটার তার ক্রেতাকে ক্রেতা নয় বরং দাতা বলতেই স্বাচ্ছন্দবোধ কর, কারণ ক্রেতার ক্রয়কৃত পণ্যের লভ্যাংশ থেকে ড্রিম লাইটার তার প্রজেক্ট পরিচালনা করে।
এ সময় আরো উল্লেখ করা হয় যে, ড্রিম লাইটার শপডটকম এর গ্র্যান্ড ওপেনিং এবং পবিত্র ঈদ উপলক্ষে ড্রিম লাইটার ৭০% পর্যন্ত ডিসকাউন্ট ও স্টোর ক্রেডিট অফার ঘোষণা করেছে। ঈদে আরও ৩০% অফ পেতে ‘ডিএলএসইআইডিকোড (DLSEID) কোড ব্যবহার করতে হবে এবং এটি বহাল থাকবে ১০ জুন পর্যন্ত।
তরুণ এই উদ্যোক্তা-সমাজকর্মী সবুজ বিশেষভাবে উল্লেখ করেন, ই-কমার্স বা অনলাইন ভিত্তিক গতানুগতিক ব্যবসায়িক ধারণা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে ড্রিমলাইটার। পণ্য ও সেবার মাধ্যমে অর্জিত লভ্যংশ দিয়েই সমাজের কল্যাণমুলক কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
ড্রিম লাইটার একটি অলাভজনক সংস্থা। এটি ২০০৮ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। এটি অলাভজনক সংস্থা হিসেবে ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে কাজ শুরু করেছে। এটি ৫০১ (সি) ৩ অলাভজনক সংগঠন, যার সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত। বাংলাদেশ সহ ভারত ও নেপালে এর কার্যক্রম সম্প্রসারিত করেছে । বিশ্বের ১৫ টি'র বেশি দরিদ্র দেশে নিবন্ধীকরণের মাধ্যমে সেবার পরিধি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ড্রিম লাইটার দুস্থ শিশুদের গৌরবময় জীবন, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, পারমাণবিক মুক্ত পৃথিবী, নারী ক্ষমতায়ন এবং অন্যান্য কল্যাণে বিশ্বজুড়ে কল্যাণমূলক প্রকল্পগুলিতে ইতিবাচক প্রকল্পগুলির উপর ইতিবাচক প্রভাব তৈরির দিকে কাজ করছে।
সবুজ জানান, আমাদের সহযোগী প্রতিষ্ঠান ড্রিম লাইটার চাইল্ড হ্যাভেন এর মাধ্যমে খাদ্য ও পুষ্টি, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মজীবন নিশ্চিত করে দুস্থ শিশুদের উজ্জ্বল ও টেকসই ভবিষ্যতের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই প্রজেক্ট এর আওতায় বর্তমানে বাংলাদেশে ১০ টি স্কুলে ৫০০ এর বেশি শিশু কে লেখাপড়া করানো হচ্ছে এবং আরো ১০ টি স্কুল বাস্তবায়নাধীন রয়েছে। স্কুলগুলো সাতক্ষীরা অঞ্চলে পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন সবুজ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন