ইতালির রোমে ঢাকা বিভাগ সমিতি কমিটি গঠন করা হয়েছে। রোমের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভার মাধ্যমে সকলের সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এতে রুহুল আমিনকে সভাপতি, সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক ও আরিফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছেভ মান্নান মাদবর মঞ্জুকে।
এদিকে, রাজধানী রোম ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে ঢাকা বিভাগ সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে। বুধবার রাজধানীর রুমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ঢাকা বিভাগ সমিতি। এই সমিতির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৯/মাহবুব