২২ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:২৪

প্যারিসে 'দ্য ওয়ে টু হ্যাপিনেস' ফাউন্ডেশনের আলোচনা সভা

ফ্রান্স প্রতিনিধি:

প্যারিসে 'দ্য ওয়ে টু হ্যাপিনেস' ফাউন্ডেশনের আলোচনা সভা

প্যারিসে দ্য ওয়ে টু হ্যাপিনেস ফাউন্ডেশন'র সাথে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মতবিনিময়, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের পান্তার একটি অভিজাত মিলনায়তনে সাংবাদিক আব্দুল আজিজ সেলিমের পরিচালনায় সভায় আলোচনা করেন সংগঠনের সভাপতি স্টিপানে ম্যালেউভরে, প্রোগ্রাম সমন্বয়ক এ্যালিসন অ্যাহল, ফটোগ্রাফার এবং সমাজকর্মী ক্যাথেরিন ক্রস, সমাজকর্মী এ্যানিলিইস অ্যাহল।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সালেহ আহমদ চৌধুরী, ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির দুলাল, বিকশিত নারী সংঘ ফ্রান্সের সাধারণ সম্পাদিকা সুমা দাস, ছড়াকার লোকমান আহমদ আপন, সমাজকর্মী ও কমিউনিটি নেতা অজয় দাস, ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, সমাজকর্মী শাহ্ আলম মায়া, সাংবাদিক আব্দুল মোমিত রুমেল, রেজাউল করিম, জাকির আহমদ, রাসেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে দ্য ওয়ে টু হ্যাপিনেস ফাউন্ডেশন এর সভাপতি স্টিপানে ম্যালেউভরে বলেন, আমরা সুখি থাকতে হলে আমাদের নিজেদের প্রতি যত্নবান হতে হবে। আমাদের শিশুদের ভালোবাসতে হবে, তাদের সুশিক্ষা দিতে হবে, শিশুদের সামনে ঝগড়া করবেন না। সংযমী হতে হবে, অধ্যাবসায় সত্যকে অবলম্বন করবেন। ভালো কাজ একটু বা ক্ষুদ্র হলেও শুরু করবেন একদিন বিশাল হবে। পিতা-মাতাকে শ্রদ্ধা করবেন।

অনুষ্ঠানে সুখের পথ বা শান্তিময় জীবন ও দূষণমুক্ত পরিবেশ রাখতে সচেতনতামূলক ভিডিও দেখানো হয়। সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফ্রান্স-বাংলা স্কুলের ছাত্র-ছাত্রী শ্রেষ্ঠা নন্দী, পার্থিব রাজ, প্রিয়ন্তি পাল, নিপসি হোসেন, নিধুয়া হোসেন, আরশী চৌধুরী, সৌরভ দাস, সুর্য দাস, ফাইজা হোসেন, জয়িতা ভট্রাচার্য ও রাধিকা রায়। তারা দেশাত্মবোধক গান, নজরুল গীতি ও নৃত্য পরিবেশন করেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর