মেক্সিকো অথবা কানাডা হয়ে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে ঢুকেই এসাইলাম (রাজনৈতিক আশ্রয় প্রার্থনা) প্রার্থীদের দ্রুততম সময়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়ার পথ সুগম করলো ইউএস সুপ্রিম কোর্ট। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী মনোভাবের আরেক দফা জয় হলো বলে মনে করা হচ্ছে। শ্রীলংকা থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিজয়কুমারের এসাইলাম নাকচের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের পর গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায়ে উল্লেখ করেছেন, এসাইলাম অফিসারের তাৎক্ষণিক সিদ্ধান্তকে ফেডারেল কোর্টে চ্যালেঞ্জ করার এখতিয়ার নেই কারোরই। এ রায়ে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরতরা ক্ষোভ প্রকাশ করেছেন।
নিউইয়র্কের খ্যাতনামা ইমিগ্রেশন এটর্নি এবং ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মঈন চৌধুরী ২৭ জুন শনিবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুপ্রিম কোর্টে প্রদত্ত রায়ের আওতায় কেবলমাত্র তারাই রয়েছেন যারা সীমান্ত দিয়ে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর এসাইলাম চেয়েছেন। যারা বিভিন্ন ভিসায় বৈধপথে এসে এসাইলাম প্রার্থনা করেছেন তাদের ব্যাপারে ঐ রায় প্রযোজ্য হবে না।
এটর্নি মঈন চৌধুরী বিশেষভাবে উল্লেখ করেছেন, সীমান্ত অতিক্রমের পরই আইস অথবা সীমান্ত রক্ষীর কাছে এসাইলাম প্রার্থনার পর ইমিগ্রেশন অফিসারের কাছে তা উপস্থাপন করতে হয়। সে সময় যদি আবেদনকারি ঐ অফিসারকে কনভিন্স করতে সক্ষম না হন যে দেশে ফিরিয়ে দিলে নিশ্চিত তাকে খুন অথবা অকথ্য নির্যাতনের শিকার হতে হবে, তাহলেই তাকে স্বল্পতম সময়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা