বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হকের ইন্তেকালে মিশিগান বিএনপি’র উদ্যোগে তার আত্মার শান্তি কামনার্থে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত রবিবার হ্যামট্রামেক সিটির কাবাব হাউজে এ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ আফজল আহমদ চৌধুরী।
মিশিগান থেকে সাংবাদিক আশিক রহমান জানান, পরবর্তীতে মরহুম এম এ হকের জীবনী নিয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী সভাপতিত্ব করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় সদ্য প্রয়াত এই রাজনীতিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারন করেন সিলেট মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি তারেক আহমেদ চৌধুরী ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারুর রহমান। এ সভায় মিশিগান বিএনপি, যুবদল, মিশিগান জাসাস ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন