সৌদি আরবের রিয়াদে বসবাসরত বাংলাদেশিদের উন্নত স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষে প্রবাসী সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান বদর আল সামা মেডিকেল কমপ্লেক্স কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হলরুমে স্বাস্থবিধি মেনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামরুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিএমডি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, বদর আল সামা মেডিকেল সেন্টারের ভাইস চেয়ারম্যান নুরুল আমিন, এমডি গোলাম রাব্বানী, এডমিন শাহেদ আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রিয়াদে দশ লক্ষাধিক বাংলাদেশির বসবাস। তাদের স্বাস্থসেবা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। হাসপাতালটির প্রতিটি সেক্টরেই বাংলাদেশি থাকায় প্রবাসীরা মাতৃভাষায় কথা বলে সেবা নিতে পারছেন। অসহায় এবং অর্থসংকটে থাকা প্রবাসীদেরকে বিশেষ ছাড় ক্ষেত্র বিশেষ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, বদর আল সামা মেডিকেল কমপ্লেক্সের অডিটর আবু হেনা, ফাইন্যান্স ডিরেক্টর নুরুল হক, এক্সিকিউটিভ ডিরেক্টর মাহফুজুর রহমান, ডিরেক্টর মিজানুর রহমান, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ লিটন, তথ্য প্রযুক্তি সম্পাদক সেলিম উদ্দিন দিদার, সাংবাদিক মিনহাজুল ইসলাম, এনামুল হক ভুইয়াসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল