জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পর্তুগাল ছাত্রলীগ কর্মী বাংলাদেশের নিজ এলাকায় সহস্রাধিক বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছেন।
ভোলা জেলার বিভিন্ন জায়গায় বনজ, ফলজ ও ঔষধী প্রায় ১২০০ বিভিন্ন জাতের বৃক্ষরোপনের উদ্যেগ গ্রহণ করেছেন তিনি। পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য বৃহত্তর বরিশালের জাহিদ হাসান সোহাগ নিজ উদ্যোগে এই কর্মসূচি হাতে নিয়েছেন।
বৃক্ষরোপনের এমন আয়োজনের অনুভূতি প্রকাশে সোহাগ জানান, প্রতিবছর জন্মদিনে ভিন্ন কিছু করে থাকি, তবে এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আমাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে, তাই এবার আলাদাভাবে স্মরণীয় করতে আমার এলাকার এমন আয়োজনের ব্যবস্থা করি।
বিডি প্রতিদিন/হিমেল