কাতারে করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (৬২) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তিনি কাতার পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
জানা গেছে, সদ্য প্রয়াত শফিকুল কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ভূঁইয়ার বড় ভাই ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কাতার ও কাতার বাংলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
বিডি-প্রতিদিন/শফিক