কাতারে পাঁচ দিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (শনিবার ২৪ এপ্রিল) হাজী মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া ৬৫ বয়সে মৃত্যু বরণ করেন।
তিনি কাতার প্রশাসনের সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। শফিকুল ইসলাম ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে স্ত্রী- দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাছাড়া তিনি কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ভূঁইয়ার বড় ভাই ছিলেন।
অপরদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (২৬ এপ্রিল সোমবার) হৃদরোগে আক্রান্ত হয়ে জসিম উদ্দিন চৌধুরী ৬১ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তিনি কাতার বিএনপির সিনিয়র সদস্য, কবি ও লেখক ছিলেন। জানা গেছে, তিনি চট্টগ্রাম মীরসরাই উপজেলার স্থানীয় বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে স্ত্রী দুই পুত্র সন্তান ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের বাংলা একাডেমির বই মেলায় জসীম চৌধুরীর লেখা কাব্যগ্রন্থ 'স্বপ্ন সুন্দর ভালবাসা'- প্রকাশিত হয়। ১৯৯৬ সাল থেকে কাতারে প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিন ও সাময়িকীতে তাঁর লেখা স্থান পায়। সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার দেশে ফ্যামিলি পাঠিয়ে দিয়ে ব্যবসা শুরু করেন। দু'জনের মৃত্যুতে কাতার কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
অন্যদিকে মৃত্যু শফিকুল ইসলাম ভূঁইয়ার ছোট ভাই নজরুল ইসলাম ভূঁইয়া ও জসিম উদ্দিন চৌধুরীর বড় ছেলে ফাহিম বাবার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সবার কাছে দোয়া চেয়েছেন।
তাদের দু'জনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কাতার, কাতার বাংলা প্রেসক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাতার বিএনপি ও মীরসরাই সমিতি কাতারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ