ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বাংলা ভাষা ও সংস্কৃতি প্রসারে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সংবেদনশীলতা আর পরম সহিষ্ণুতার চর্চাকে উৎসাহিত করে থাকে। পবিত্র মাহে রমজানের অমিয় শিক্ষা, আত্ম সংযম, আত্মশুদ্ধি, সমতা আর সহযোগিতার শিক্ষাকে অন্তরে ধারণ করে ছাত্রছাত্রীদের মননেও একই ধারণার উন্মেষ ঘটানোর প্রত্যাশায় প্রতিবারের মত এবারও ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বার্ষিক ইফতার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রিত করেছিল।
রবিবার (২ মে ) স্কুল প্রাঙ্গনে ইফতারের এই আয়োজনে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, কর্যকরী কমিটির সদস্য, ব্যবস্থাপনা পর্ষদ সদস্যবৃন্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যোগদান করেন। স্কুলের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের আগেই উপস্থিত হয়ে ইফতার প্রস্তুতি ও ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেন।
ইফতার শেষে মাগরিবের নামাজে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে পরিত্রাণ চেয়ে এবং গোটা মানবজাতির কলাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। নামাজের পর বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানানো হয়। স্কুলের পক্ষ থেকে নেয়া এই উদ্যোগে সবার সহায়তা কামনা করা হয়।
পরবর্তীতে রাতের খাবার পরিবেশন করা হয়। সবশেষে স্কুলের পক্ষ থেকে ইফতারে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এবং আগামী আয়োজনেও সবার সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল বিপডে আর সংকটে বিপন্ন মানুষের পাশে থেকেছে সব সময়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত