শিরোনাম
২০ অক্টোবর, ২০২১ ১৩:৫৭

মেক্সিকোতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলােচনা

অনলাইন ডেস্ক

মেক্সিকোতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলােচনা

মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে গতকাল মঙ্গলবার যথাযােগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছে। এ উপলক্ষে দূতাবাস ওয়েবিনারের মাধ্যমে একটি আলােচনা অনুষ্ঠানের আয়ােজন করে। এতে মেক্সিকোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানে আলােচনাকালে অংশগ্রহণকারীরা দিবসটির তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে আলােকপাত করেন। রাষ্ট্রদূত আবিদা ইসলাম মহানবী (সা.)-এর শিক্ষা এবং জীবনাদর্শ অনুসরণ করে নিজেদের জীবনে প্রতিফলন ঘটানাের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। 

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ মােনাজাতের করে ঈদে মিলাদুন্নবীর আলােচনা অনুষ্ঠান সমাপ্ত হয়। আলােচনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর