দেশের বন্যার্তদের সাহায্যর্থে আগামি ৭ আগস্ট সিডনির ইঙ্গেলবার্ন গ্রেট পার্সিভ্যাল হলে অনুষ্ঠিত হবে “বাংলাদেশি ফুড ফ্যাস্টিভ্যাল”। পাশাপাশি এই ফ্যাস্টিভ্যালে থাকবে বাংলাদেশি পণ্য সামগ্রীর স্টল। দুপুর ১২ টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
রোটারী ক্লাব অব ইঙ্গেলবার্ন ও চট্টগ্রাম ক্লাব, অস্ট্রেলিয়ার উদ্যোগে এই ফুড ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
স্থানীয় সময় গত ১৪ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইঙ্গেলবার্ন আরএসএল ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটি একথা জানান। তারা বলেন, বাংলাদেশি ফুড ফ্যাস্টিভ্যাল থেকে সংগ্রহীত অর্থের অর্ধেক বাংলাদেশের বন্যার্তদের জন্য ব্যয় করা হবে এবং বাকী অর্থ অস্ট্রেলিয়ার অসহায় মানুষের সাহায্যার্থে ব্যয় করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন