বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর সিনিয়র সহ-সভাপতি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের আকস্মিক মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত।
বৃহস্পতিবার রাতে কুয়েতে খাইতানস্থ রাজধানী প্যালেস হোটেলে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ. হ জুবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রম মোহাম্মদ আবুল হোসেন।
বিশেষ অতিথি বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুতফর রহমান মোকাই আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী জুবায়ের আহম্মেদ, জনতা গ্রুপের চেয়ারম্যান আবুল কাসেম, ড. মনিরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গির খান পলাশ, শফিকুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি হোসেন মোহাম্মদ আজীজ, সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম, সহ সভাপতি ব্যাংকার মাইন উদ্দিন মাইন, জাতীয় পার্টির মোহাম্মদ ইসমাইল, এলডিপি সভাপতি জাফর আহম্মদ চৌধুরী এম.কম, বাংলাদেশ ফ্রেন্ড স্পোটিং ক্লাব এর শফিকুল ইসলাম, মির মোসারফ হোসেন, গোল্ডেন সেলিম, ঢাকা সমিতির ডায়মন্ড হাবীব, ইসলামি ঐক্যজোট, কোরান প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সোসাইটি, ফরিদপুর সমিতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন সহ কুয়েত প্রবাসী বিভিন্ন সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। দেশে ছুটিতে থাকা অবস্থায় গত ৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার বনশ্রীর নিজ বাসায় মারা যান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন