কাতারে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মাহবুর রহমান কর্মস্থল পরিবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি কাতার। বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব জসিম উদ্দিন আহমেদ দুলাল, মো. ইসমাইল মিয়া, আবুল কাশেম, মাহবুবুর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম হেলাল ও মহিউদ্দিন চৌধুরী।
গত শুক্রবার দোহার ওয়েসিস বিচ ক্লাবে কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।
সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ড. হাবিবুর রহমান, বোরহান উদ্দিন শরীফ, বীরমুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, শফিকুল কাদের, ইঞ্জিনিয়ার আবু রায়হান, শফিকুল ইসলাম তালুকদার বাবু, কফিল উদ্দিন, নুরে আলম, সৈয়দ আনা মিয়া, আব্দুর রহমান, সাইফুর রহমান সবুজ, এম এ সালামসহ অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিদায়ী অতিথি মাহবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বলেন, করোনা কালীন সময়ে কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও কাতারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কোর্স চালুর বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক