মালদ্বীপে অসুস্থ এক প্রবাসীকে দেশে ফিরতে বিমানের টিকেট দিয়েছে বাংলাদেশ দূতাবাস। আইয়ুব নবী নামের অসুস্থ ওই প্রবাসী বাংলাদেশি কর্মীকে ওয়েজ ওর্নার্স কল্যাণ তহবিল হতে এই টিকেট হস্তান্তর করেন দূতাবাসের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
এ সময় তিনি আইয়ুব নবীসহ মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সকল প্রবাসীদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান ও রোগমুক্তি কামনা করেন। এছাড়া কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আইয়ুব নবী দীর্ঘদিন যাবত কিডনীজনিত রোগে মালদ্বীপে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল